কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষকে স্থায়ী বহিস্কার

সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, নৈতিক ও চারিত্রিক স্খলন জনিত কারনে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদকে স্থায়ী ভাবে বহিস্কার করেছে কতৃপক্ষ।

গত বৃহস্পতিবার থেকে অধ্যক্ষের নানা অনিয়মের অভিযোগে চুড়ান্ত বহিষ্কার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করে ছাত্র ছাত্রীরা।আজ রবিবার সকাল থেকে একই দাবিতে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান করে তারা।এ সময় অধ্যক্ষের অপসারন দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

পরে তাদের দাবি ও অনড় অবস্থানের প্রেক্ষিতে বিদ্যালয় সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ সকলের মতামতের ভিত্তিতে অধ্যক্ষকে স্থায়ী বহিস্কার করেন।এ সময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।