কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিধবা ও দু:স্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জিলা শাখার উদ্যোগে সদর উপজেলায় ভোগডাঙ্গা ইউনিয়নের বিধবা ও দুঃস্থ মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়।

এর আগে এ বিষয়ে তাদেরকে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে ২৩ দু:স্থ ও বিধবা মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সিরাজুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।