কুড়িগ্রাম জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কুড়িগ্রাম জেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় বিএনপি। কমিটি অনুমোদনের পর নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছাস ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

সোমবার ২৩ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত এক পত্রে কুড়িগ্রাম জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটিতে মোস্তাফিজুর রহমান (মোস্তফা)কে আহবায়ক, ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, ২নং যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন এবং তাসভীর উল ইসলামকে সদস্য করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি অনুমোদন হওয়ার পর জেলাজুড়ে নেতা-কর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। নতুন কমিটিকে বিভিন্ন পেশাজীবি ও শ্রমিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ‘কেন্দ্র আমার সাংগঠনিক কাজকে মূল্যায়ন করে আমার উপর যে গুরু দায়িত্ব অর্পণ করেছে আমি তা জীবনের বিনিময়ে হলেও বাস্তবাযন করব এবং আগামীতে কুড়িগ্রামে ত্যাগীদের নিয়ে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী জেলা কমিটি কেন্দ্রকে উপহার দিব-ইনশাল্লাহ।