কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটটে মানবন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/09/IMG-20240922-WA0054-819x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দীর্ঘদিন যাবৎ বৈষম্যের স্বীকার কারিগরি শিক্ষক অধিদপ্তরাধীন সরকাকারি ৪৯টি পলিটেকনিক আর মনোটেকনিক ইনস্টিটিউটে কর্মরত ৭শ ৭৭জন শিক্ষকদের ৫০ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম পলিট্যাকনিকাল ইনস্টিটিউটটে মানবন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
এ সময় সম্বনয়ক হারুন অর রশীদ,মোঃ আল সাদিক,রাযহান মিয়া,মীম বাঈদ এবং শিক্ষক মোঃ আহসান, মোঃ নুরনবী ও মোঃ আরিফ প্রমুখ বক্তব্য রাখেন। পরে ছাত্র ও শিক্ষরা মিলে একটি র্যালী নিেেয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তারা জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে একটি স্মারক লিপি প্রদান করেন।
বক্তারা বলেন শত কষ্টেও আমরা ছাত্রদের পাঠদান থেকে বিরত হয়নি। আমরা ৫০ মাস থেকে বেতন বিহীন অবস্থায় চাকুরী করছি। আমাদেরও সংসার আছে। চরম দুর্ভোগের মধ্যে জীবন কাটাচ্ছি। সরকার যেন আমাদের দুর্দশা দেখে দ্রত ব্যবস্থা নেন এই আমাদের অনুরোধ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন