কুড়িগ্রাম পৌরসভার পানির বিল পূণঃনির্ধারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম পৌরসভার পানির বিল পূণঃনির্ধারন বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিকালে কুড়িগ্রাম পৌরসভার আয়োজনে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।

এ সময় পৌর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, পৌর সচিব শামিমা আকতার, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, জেলা জামায়াত সাধারণ সম্পাদক মাওলানা নিজামউদ্দিন, এনসিপির রাশেদুজ্জামান তৌহিদ, টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি ইউনুস আলী, সদস্য সচিব আশরাফুল হক রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাদিকের রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ীরা মতবিনিময় সভায় অংশ নেয় এবং মতামত ব্যক্ত করেন।

এ সময় জানানো হয় ২০১৬ সালে যখন বিদ্যুতের বিল ইউনিট ছিল ৪ টাকা তখন পানির বিল নির্ধারন করা হয়েছে। এরপর আর বৃদ্ধি করা হয়নি।এর ফলে প্রতিমাসে লোকসান গুনতে হচ্ছে। বর্তমানে ৫ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ সময় স্টেক হোল্ডাররা পৌরসভার সেবা বাড়ানো সহ বানিজ্যিক ও হাইরাইজ বিল্ডিংয়ের পানির লাইনের বিল বাড়ানোর পক্ষে মত প্রদান করেন।