কুড়িগ্রাম পৌর ও সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

কুড়িগ্রাম পৌর ও সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এই কমিটি অনুমোদন দেন।

কুড়িগ্রাম পৌর কমিটিতে মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব আহবায়ক, রফিকুল ইসলাম রানা সিনিয়র যুগ্ম আহবায়ক ও আব্দুল আলীমকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।অন্যদিকে আলহাজ্ব মাহবুবার রহমান কে আহবায়ক, নুরুজ্জামান বাবলুকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও আবু হানিফ বিপ্লবকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ভেঙ্গে দেয়ার ২ মাস পর গঠিত হওয়ায় নেতা কর্মীদের মধ্যে উৎফুল্ল ভাব দেখা যাচ্ছে।