কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন

কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর শুভ উদ্বোধন হয়েছে। (২৫ আগষ্ট) সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
উদ্বোধন করেন ছাত্রদলের সাবেক সহ সভাপতি, সাবেক ভিপি কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন সদস্য সচিব আব্দুল আলীম,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রানা,জেলা ছাত্রদলের সসাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ নেতৃবৃন্দ।
এ সময় ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্যদের হাতে ফরম তুলে দেয়া হয়।
প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান তার বক্তব্যে বলেন কোনভাবেই ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোসরদের এই সদস্য ফরমের আওতায় আনা যাবেনা। যারা আনবেন তাদের জন্য রয়েছে কঠিন সাংগঠনিক ব্যবস্থা।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব অনুষ্ঠানের প্রধান বক্তা সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন আমরা সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে কুড়িগ্রাম জেলায় বিএনপিকে শক্তিশালি সংগঠন হিসেবে গড়ে তুলে আগামী নির্বাচনে জনাব তারেক রহমানকে কুড়িগ্রামের ৪টি আসন উপহার দেব ইনশাআল্লাহ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















