কুড়িগ্রাম সরকারি কলেজের ২ শিক্ষকের ভাইসচ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রাপ্তি

কুড়িগ্রাম সরকারি কলেজের ২ জন শিক্ষকের বিরল সন্মান ভাইস চ্যান্সেলর এ্যাওয়ার্ড প্রাপ্তি তালিকায় নাম অর্ন্তভুক্তি ঘটেছে। রংপুর বিভাগ থেকে একমাত্র কুড়িগ্রাম সরকারি কলেজের দুই জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৩১ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় তন্মধ্যে কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের লংকেশ্বর পাল এবং ২০২১ সালের ৩০ জন নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী মোঃ মাহমুদুল ইসলাম মিঠুন নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য যে, রংপুর বিভাগে একমাত্র কুড়িগ্রাম সরকারি কলেজের দুই জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। মেধাবী শিক্ষার্থীদেরকে আগামী (২৪ জুলাই) সকাল ১১.০০ ঘটিকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়াম,সেগুনবাগিচা, ঢাকায় অ্যাওয়ার্ড প্রদানসহ সংবর্ধনা দেয়া হবে। তালিকায় নাম অর্ন্তভুক্ত হওয়ায় কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন দুই শিক্ষককে অভিনন্দন জানিয়েছেন।