কুড়িগ্ৰামের ভুরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব বিষয়ক কর্মশালা
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, উপজেলা বিএনিপর আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, উপজেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।
কর্মশালায় বৃক্ষ রোপন, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতা, পলিথিন পণ্যের ব্যবহার পরিহার, শব্দ দূষণ রোধ, স্বাস্থসেবা ক্যাম্পেইন, গ্রীন স্কুল ক্যাম্পেইন, পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন ও জীব বৈচিত্র্য বিলুপ্তি রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে এর সমস্যা ও সমাধানের উপায় উপস্থাপন ও পরামর্শ প্রদান করেন তরুণরা।
এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান গণ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন