কুবিতে আইকিউএসির প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক গুণমান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) কর্তৃক বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তাদের নিয়ে পরিষেবার নিয়ম, আর্থিক এবং অফিস ব্যবস্থাপনার প্রয়োগ বিষয়ে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. শফিকুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ, ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলাম মুর্তজা তালুকদার সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তাদেরও দ্বায়িত্ব নিতে হবে। প্রশাসনিক ব্যবস্থা এগিয়ে না গেলে শিক্ষা ব্যবস্থাও এগিয়ে যেতে পারবে না। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা শুধু শিক্ষার দিক থেকে নয় প্রশাসনিক দিক থেকেও এগিয়ে যেতে হবে। আর দক্ষ কর্মকর্তা না থাকলে প্রশাসনিক দিক এগিয়ে যেতে পারবে না।’ পরিষেবার নিয়ম, আর্থিক এবং অফিস ব্যবস্থাপনার প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন