কুবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আশেপাশের এলাকায় শীতার্তদের মাঝে কুবি শাখা ছাত্রলীগের (রেজা-স্বজন অংশ) উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সংগঠনের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই অংশ।

কুবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা ই এলাহীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধ মঞ্চ কুবি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাস, ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির যুগ্ম–সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস, মো ফয়সাল, মো কাউসার হোসেন, ইকবাল খান। আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ কুবি শাখার সভাপতি মো. আমিনুর বিশ্বাস।

এ সম্পর্কে রেজা ই এলাহী বলেন, বাংলাদেশ সরকারের মিশন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা গুলোতে আমরা কম্বল, লেপ, সুয়েটার বিতরণ করেছি। মানবতার সেবায় আমরা সবসময় নিয়োজিত আছি। আমাদের এসব কার্যক্রম সামনেও চলমান থাকবে।