কুবিতে পর্দা নামলো ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসবের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘২য় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব-২০২৩’র পর্দা নেমেছে।
বুধবার (২২ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘কিষাণ থিয়েটার’র পরিবেশনায় জুয়েল কবির আকাশ রচিত ‘লাল সবুজের দেশে’ নাটক কৌশিক কুমার মহন্ত’র নির্দেশনায় মঞ্চায়নের মাধ্যমে এ নাট্য উৎসবের সমাপ্তি ঘটে।
এর আগে তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন অনুষ্ঠানটির উদ্বোধন করেন। উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হয় থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় হুমায়ূন আহমেদ রচিত নাটক “১৯৭১”। নাটকটির নির্দেশনায় ছিলেন তামিম আল হাসান, পুনঃনির্দেশনায় মোহন চক্রবর্তী। দ্বিতীয় দিনে (২১ মার্চ) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশনায় মাসউদ আহমেদের নির্দেশনায় উইলিয়াম শেক্সপিয়ার রচিত নাটক ‘এ মিড সামার নাইট’স ড্রিম’ মঞ্চস্থ হয়।
নাট্যোৎসব নিয়ে আয়োজক থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, “যারা আমাদের নাটক দেখেছেন ও নাট্যোৎসব আয়োজনে সহযোগিতায় ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। আমাদের প্রত্যাশা আমরা ভবিষ্যতে আরো বড়ো পরিসরে নাট্যোৎসব করব ও এমনই সমর্থন পাব। থিয়েটার কুবি কুমিলা বিশ্ববিদ্যালয় অঙ্গনে সংস্কৃতি চর্চার যে অগ্রযাত্রা শুরু করেছে তা অব্যাহত থাকবে৷”
উল্লেখ্য, স্বদেশী স্পন্দনে, ‘স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে’- স্লোগানকে সামনে রেখে ২০১১ সালে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। ২০১৯ সালে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১ম বারের মত আয়োজন করে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব-২০১৯’। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজিত হয়েছে “২য় আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব-২০২৩”।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন