কুবিতে বাংলা বিভাগে আইকিউএসি’র মানোন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
ইমদাদুল হক মিরন, কুবি প্রতিনিধি : শিক্ষার গুণগত মানোন্নয়ন করণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে আইকিউসি’র আওতাধীন ‘পোস্ট সেলফ-অ্যাসেসমেন্ট ইম্প্রুভমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বাংলা বিভাগের আয়োজনে উক্ত কর্মশালা সম্পন্ন হয়।
বিভাগীয় সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান মিলকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ড. বিশ্বজিৎ চন্দ্র দেব; অতিরিক্ত পরিচালক, আইকিউসি।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মানোন্নয়ন করণে কাজ করছে বিশ্বব্যাংক ও হেকেপ এর সহযোগিতায় ‘ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’ (আইকিউএসি)। তৃতীয়বারের মতো বাংলা বিভাগের অত্র কর্মশালায় বিভাগের উন্নয়নে আগামী চার বছরের পরিকল্পনা উপস্থাপন করেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান।
কর্মশালা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ মাওলা; সহকারী অধ্যাপক ড. তসলিমা খাতুন, কামরুন নাহার, নাহিদা বেগম; প্রভাষক সাদিয়া আফরোজ সিফাত ও নূর মোহাম্মদ রাজুসহ বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন