কুবিতে ব্যাপক আয়োজনে বাংলা বিভাগে পিঠা পার্বণ
ইমদাদুল হক মিরন, কুবি প্রতিনিধি : বিচিত্র রকমের পিঠার সমাহারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলা বিভাগে পিঠা পার্বণ-১৪২৫ আয়োজন করা হয়েছে। বুধবার(৬ ফেব্রুয়ারী) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এমরান কবির চৌধুরী এই আয়োজনের শুভ উদ্বোধন করেন। এছাড়াও উদ্বোদন পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন।
নকশী পিঠা,দুধ পুলি,মেরা পিঠা,পুলি পিঠা,ভাপা পিঠা,নারিকেল পুলি পিঠা,তেলের পিঠা,দুধ চিতই পিঠা,শামুক পিঠা,ডালের পিঠা, সহ প্রায় ৪০ প্রকারের বাহারি পিঠার আয়োজন ছিল।
দিনব্যাপী আয়োজিত এই উৎসবে আরও উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, বাংলা বিভাগের সভাপতি শামসুজ্জামান মিলকী, সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন এবং প্রভাষক সাদিয়া আফরোজ সিফাত ও নূর মোহাম্মদ রাজু। বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও ফটোসেশনের মাধ্যমে আয়োজনের ইতি ঘটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন