কুমিরের পেট থেকে নারীর দেহ উদ্ধার
কুমিরের পেটের ভিতর বসে সবজি বিক্রি করার গল্প অনেকেই পড়েছেন। সেটা অবশ্য গল্পই।
বাস্তবে তার কোনও মিল নেই। কিন্তু যদি কোনও নারীর দেহ উদ্ধার হয় কুমিরের পেট থেকে, তাহলে বিষয়টি ভাবিয়ে তোলাই স্বাভাবিক। এমনই এক বাস্তব ঘটনার সাক্ষী হয়ে রইল অস্ট্রেলিয়া।
জানা যায়, বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ৭৯ বয়সের প্রৌঢ়া অ্যানি ক্যামারুন। যিনি বিস্মৃতির অসুখে ভুগতেন। অস্ট্রেলিয়ার পর্যটন শহর পোর্ট ডগলাসে গিয়েছিলেন তিনি। তারপর আর তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার হাতের ছড়ি এবং জামাকাপড় পাওয়া গিয়েছিল ওখানের একটি জঙ্গলের মধ্যে। তখন আশঙ্কা করা হয় কোনও পশুর আক্রমণের শিকার হয়েছেন অ্যানি।
বন্যপ্রাণী কর্মকর্তারা এই খবর পেয়ে মওব্রে নদীতেও তল্লাশি চালান। সেখানে দেখা যায় কুমিরের পেটের ভেতর অ্যানির নিহত দেহ রয়েছে। যে খবর প্রকাশ্যে আসতেই কৌতুহল ছড়িয়ে পড়ে। পুলিশ অবশ্য জানিয়েছে, অ্যানির দেহ পরীক্ষা করতে পাঠানো হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন