কুমিল্লার দেবীদ্বারে গোমতী নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লার দেবীদ্বারে গোমতী নদীতে গোসল করতে নেমে মোঃ রাব্বি (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩জুন) দুপুরে দেবীদ্বার পৌর হামলাবাড়ি এলাকার গোমতী নদীর অংশ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এক ঘন্টার চেষ্টায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়নি।

নিহত রাব্বি দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ার ইলেকট্রশিয়ান মোঃ শাহিন মিয়ার ছেলে। সে দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। তারা ৪ জন বন্ধু মিলে ওই নদীতে গোসল করতে গিয়েছিল। পুলিশ ও স্হানীয়রা জানান, ওই চার শিক্ষার্থী দুপুরে হামলাবাড়ি এলাকায় গোমতী নদীতে গোসল করতে যায়।

এসময় পানির স্রোতের মধ্যে ৩ জন তীরে উঠতে পারলেও রাব্বি নিখোঁজ হয়। পরে মুরাদনগরের ফায়ার সার্ভিসের কর্মীরা চাঁদপুরের ডুবুরি দলকে খবর দিলে ঘটনাস্থলে বিকাল ৫ঃ৩০ মিনিটে এসে উপস্থিত হয়ে ১ঃ৩০ মিনিটের চেষ্টায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়নি তারা।