কুমিল্লার মুরাদনগরে উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/20230727_155826-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজী নোমান আহমদ কলেজে উপজেলা সাহিত্য মেলা ২০২৩ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা ফেরদৌসী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঞা জনী, প্রধান বক্তা ছিলেন ডক্টর শাহেদ মন্তাজ- উপ-পরিচালক বাংলা একাডেমি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, অধ্যক্ষ সাদিকুল ইসলাম, কবি এমন এআলিম।
অনুষ্ঠান শেষে স্বরচিত কবিতা আবৃত্তি করেন অধ্যাপক মমিনুল ইসলাম মোল্লা, মোহাম্মদ ইয়াসিন, সাঈফ সাদি, বশির আহমেদ, শাহজালাল সরকার, এম এ আলিম , সাইদুল হাসান, সুপ্রিয়া ভৌমিক, শাকিলা ইয়াসমিন, অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীর, তাজুল ইসলাম মাস্টার, সাংবাদিক হাফেজ নজরুল মাহমুদ, আব্দুর রহমান, মোতাহের হোসেন সরকার, ছোট গল্প পাঠ করেন বাসার তাসাউফ প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন