কুমিল্লার মুরাদনগরে দুই শিশুকে যৌন নির্যাতন, আটক ১

কুমিল্লার মুরাদনগর উপজেলায় দু’শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যৌন নির্যাতনের শিকার ওই শিশুদের মা অভিযোগ করলে পুলিশ উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে মীর হোসেনকে গ্রেফতার করে। বুধবার এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার দুপুরে উপজেলার রঘুরামপুর বাজারের অভিযুক্ত মীর হোসেনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভুক্তভোগী শিশুরা রঘুরামপুর বাজারে চিপস কিনতে যায়। এমন সময় অভিযুক্ত মীর হোসেন ওই শিশু দু’টিকে চিপস ও চকলেট দেয়ার কথা বলে তার চায়ের দোকানে নিয়ে যৌন নির্যাতন করে। পরে বিষয়টি জানতে পেরে নির্যাতনের শিকার ওই শিশুদের মা মুরাদনগর থানায় এসে অভিযোগ করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, নির্যাতনের শিকার ওই শিশুদের মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।