কুমিল্লার মুরাদনগরে সিএনজি চালক হত্যার বিচার দাবি
কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ছয়দিন পর ডোবা থেকে মো. হেলাল উদ্দিন (২২) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) উপজেলার থ্রি স্টার ব্রিকফিল্ডের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হেলাল উদ্দিন উপজেলার রহিমপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে ইটভাটার শ্রমিকরা ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে অটোরিকশা চালক হেলাল উদ্দিনের স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।
ওসি সাদেকুর রহমান বলেন, নিহতের গলা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, ১২ অক্টোবর বিকেলে বোনের বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হন হেলাল উদ্দিন। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন