কুমিল্লার মুরাদনগরে ২৯৯ জন খামারিদের মধ্যে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ।।
২৯৯ জন খামারিদের মধ্যে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। আজ (১১ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি’র অর্থায়নে পিজি সদস্যদের মধ্যে গো-খাদ্য বিতরণ করা হয়।
গো-খাদ্যের মধ্যে ছিলো- ডেইরি ফিড, কাফ স্টারটার, টিআরপি, প্রিমিক্স ও ডিসিপি মুরাদনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের মধ্যে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনি।
মোহাম্মদ আলী বলেন, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি’র অর্থায়নে ২৯৯ জন খামারিদের মধ্যে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
এই সময়ে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ সম্পসারন কর্মকর্তা ওবায়দুল বারী খান, প্রাণিসম্পদ মাঠ সহকারি মো. তৌহিদুর রহমান সরকার প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন