কুমিল্লায় আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/02/Monohorgonj-News-Pic-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিউল্লাহকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে লক্ষণপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই হামলা চালানো হয়।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহত অজিউল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, চেয়ারম্যানের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। চেয়ারম্যান জোরপূর্বক আমার জায়গার মাটি কেটে ফেলে। আমার স্বামী বাধা দেন। এরপর চেয়ারম্যান ও তাঁর লোকজন এসে আমার বসত ঘরে ঢুকে আমার স্বামীকে রড দিয়ে আঘাত করে, লাথি মারে এবং লুটপাট চালায়। এতে আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। এতে বাধা দিলে তারা আমার ছেলে ও নাতিসহ তিনজনকে মেরে আহত করে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন বলেন, ‘অজিউল্লাহ সরকারি রাস্তার কাজে বাঁধা দেন। আমার সাথে কথা-কাটাকাটি হয়। পরে আমি শুনতে পাই তিনি স্টোক করে মারা গেছেন।’
মনোহরগঞ্জ থানার পরিদর্শক মাহাবুল কবির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কেউ অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন