কুমিল্লায় ঘুমন্ত শ্রমিকদের ওপর ট্রাক, নিহত ১৩
কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটায় কয়লার ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে চৌদ্দগ্রামের নারায়ণ কড়া এলাকার কাজী ব্রিকস ফিল্ডে এ ঘটনা ঘটে।
এ ছাড়া ওই ঘটনায় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা সকলেই কাজী ব্রিকস্ ফিল্ডের শ্রমিক। প্রতিদিনের মতো গতকালও তারা সেখানকার লেবার শেডে ঘুমিয়েছিলেন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও তারা প্রায় সকলেই নীলফামারী জেলার জলঢাকা ও সদর থানার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে চৌদ্দগ্রামের নারায়ণ কড়ায় কাজী ব্রিকস্ ফিল্ডে ট্রাকে করে কয়লা আনলোড করা হচ্ছিল। এ সময় কয়লাবাহী ট্রাকটি উল্টে গিয়ে লেবার শেডে ঘুমিয়ে থাকা ইটভাটার শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ঘুমন্ত ১২ জন শ্রমিক এবং হাসপাতালে নেয়ার পথে আরেক শ্রমিকের মৃত্যু হয়।
এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, ব্রিকফিল্ডে কয়লা আনলোড করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শ্রমিকদের ছাউনির ওপর পরে। দুর্ঘটনার সময় মেসে ১৫ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন। এর মধ্যে ১৩ জন নিহত হয়েছেন। বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন