কুমিল্লায় জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০জন।
শনিবার ভোরে উপজেলার সিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিদলাই দক্ষিণপাড়া গ্রামের মৃত ওদুদ মিয়ার ছেলে খোরশেদ আলম (৪৮) ও একই গ্রামের আবদুস সোবহানের ছেলে সানু মিয়া (৬২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সিদলাই গ্রামের মফিজ মিয়া এবং সামসু মিয়ার নেতৃত্বে দুই দলের মধ্যে জমি নিয়ে অনেক আগে থেকেই বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষে মামালাও চলছিল।
শনিবার ভোর পাঁচটার দিকে দুই দলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম নিহত হন।
আর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সানু মিয়া মারা যায়।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ব্রাহ্মণপাড়া থানার এএসআই গিয়াস উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





