কুমিল্লায় সড়ক-মহাসড়কে চাঁদাবাজি, ১২ চাঁদাবাজ আটক
কুমিল্লার বিভিন্ন উপজেলায় সড়ক-মহাসড়কে পরিবহন চাঁদাবাজ চক্রের ১২ সদস্যকে আটক করেছে র্যাব-১১। এ সময় আটককৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ১৪ হাজার ২০০ টাকা ও ১৬৫টি টাকা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে জেলার আদর্শ সদর ও সদর দক্ষিণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন।
গ্রেফতারকৃত আসামীরা হলো- কুমিল্লা নগরীর কালির বাজার এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মাসুদুর রহমান (৪০), জাহাঙ্গীর আলমের ছেলে রনি হাসান (২১), চকবাজার এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে মোঃ জনি (২৪), শুভপুর এলাকার সঞ্জয় চন্দ্র দাসের ছেলে প্রকাশ চন্দ্র দাস (২২), কাশারি পট্টির জলিল মিয়ার ছেলে মোঃ শুভ(২২), ২য় মুরাদপুরের রওশন আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪০),
নাঙ্গলকোটের গঙ্গারচর গ্রামের আবুল হাসেমের ছেলে মো. মিজান (২৪), মনোহরগঞ্জের নোয়াগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. সাকিব (১৯), চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মো. জিহান (১৯), কইলাইন গ্রামের মৃতু অহিদ মিয়ার ছেলে মো. আকাশ (২০), গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাইট গ্রামের মৃত আজহার আলীর ছেলে মো. তানভীর(২০), পঞ্চগড়ের আওটারী থানার রামপুর রাখালদীঘি গ্রামের ফয়সাল হোসেনের ছেলে মো. জুয়েল (২১)।
অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন, দীর্ঘ দিন ধরে পরিবহন চাঁদাবাজ চক্রের এসব সদস্যরা বিভিন্ন সড়ক-মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, মিশুক, ট্রাক ও কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপারদের নিকট থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দায় স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন