কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২৫ ডিসেম্বর থেকে ৫ দিনের শীতকালীন ছুটি ঘোষণা
আগামী ২৫ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।
তিনি বলেন, দাপ্তরিক ছুটি ২৫ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। তবে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হওয়ায় সশরীরে একাডেমিক কার্যক্রম আগামীকাল থেকে বন্ধ থাকবে এবং ১ জানুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম আবার শুরু হবে।
শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো. শাহেদুর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো স্বাভাবিক নিয়মে হল বন্ধ থাকবে। তবে যারা বন্ধের মাঝে হলে থাকতে চায় তারা একটা লিস্ট করে নিজ দায়িত্বে থাকতে পারবে। এছাড়া আমাদের নিরাপত্তারক্ষীরা থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন