কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/received_1074069903469477.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধুর পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সংগ্রামী জীবন নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর তিনটায় বঙ্গবন্ধু ভাস্কর্যের নিচে এই আয়োজনটি করা হয়েছিল।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, সেক্রেটারি মো: জাহিদ হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউসির সভাপতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাসাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক চড়াই উৎরাই পার করে তিনি আজকে এই অবস্থানে এসেছেন। আমাদের সকলেরই উচিত উনার সংগ্রামী জীবনের ইতিহাস জানা এবং সেখান থেকে শিক্ষা নেয়া।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন