কুমিল্লা মহানগর বাংলাদেশ ন্যাপ’র কমিটি গঠন

কুমিল্লা মহানগর বাংলাদেশ ন্যাপ’র কমিটি গঠন করা হয়েছে।

অধ্যাপক শরিফুল হাসানকে আহ্বায়ক, মো. মঞ্জুর হোসেন চৌধুরী মাসুমকে সদস্য সচিব ও রুশদী হাসান রিপনকে যুগ্ম আহ্বায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ কুমিল্লাহ মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন : আমজাদ হোসেন নয়ন, ফোরকান আহমদ ভুইয়া, নাহিদুল ইসলাম, সাইফুল আজম, মুকুস দাস চৌহান, আবদুল আলিম, সেলিম মিয়া, ফারিয়া রহমান, নুর জান্নাত ভুইয়া, লায়লা নূর, নুসরাত জাহান চৌধুরী, লুৎফা বেগম, পারভিন আক্তার, রেখা রানি দাস।

দলের যুগ্ম মহাসচিব মো. মহসীন ভুইয়া’র সুপারিশক্রমে মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া আগামী ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন কল্পে এই কমিটি অনুমোদ প্রদান করেছেন।