কুম্বলেই ভারতের কোচ হিসাবে থাকছেন!

টিম ইন্ডিয়ার নতুন কোচ নিয়োগ নিয়ে আবার সংঘাতে বাধল লোধা কমিটি ও বিসিসিআই-এর মধ্যে। অনিল কুম্বলেকে যে বিরাটদের কোচ হিসেবে রাখতে চায়না সেটা বোর্ড কর্তাদের কাজকর্মেই পরিস্কার। আর সেখানেই বাধ সেধেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি।

লোধা কমিটির সচিব গোপাল শঙ্করানারায়নান কুম্বলের পাশে দাঁড়ানোয় বিপাকে পড়তে পারে বোর্ড। তিনি বলেন, অনিল কুম্বলেকে যদি ওরা কোচ না রাখতে চায় সেখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু গত একবছরে কুম্বলের যা পারফম্যান্স তাতে এটা ওর প্রাপ্য নয়। এটা জাতীয় দলের কোচের সঙ্গে সঠিক ব্যবহার নয়। আমার মনে হয় এটা বিসিসিআই কর্তারা ইচ্ছা করেই করছেন। আসলে কুম্বলে খেলোয়াড়দের বেতন বাড়োনোর পক্ষে সওয়াল করেছেন, তাই বোর্ড কর্তারা ওকে তাড়াতে চাইছেন।

লোধা কমিটির সচিবের এই মন্তব্য থেকে পরিস্কার যে তারা বিরাটদের কোচ হিসেবে জাম্বোকেই চাইছেন। বোর্ডের কর্তারা অবশ্য শঙ্করানারায়নানের এই মন্তব্যে কান দিচ্ছেন না। এ’সম্পর্কে এক আধিকারিক বলেন, লোধা কমিটির কোচ নিয়োগে কোনও ভূমিকা নেই। কিন্তু যদি আমরা এরপর কোচ নিয়োগে আবেদন পত্র না নিই তাহলেই ওরাই আমাদের দুষবে।