কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুরে একটি আবাসিক হোটেল থেকে মো. শফিকুর রহমান (৭০) নামের সাবেক এক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) বেলা ১১ টায় আলীপুর বন্দরের ভাই ভাই আবাসিক হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শফিকুর রহমান চাঁদপুর চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, ২৩ সালের ডিসেম্বর থেকে এই হোটেলের ১১ নম্বর কক্ষে ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে তিনি অবস্থান করতেন। গতকাল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরেন সফিক। পরে বুধবার সকালে হোটেল কতৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য তাকে ডাকলে ভেতর থেকে কোন সারা পাচ্ছিলেন না।

পরে আশেপাশের লোকজন খবর দিলে হোটেলের জানালার ফাক দিয়ে সফিককে খাটের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এবং কক্ষের মধ্যে টিভি চলমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেল তালুকদার জানান, আমরা এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। আমরা এখন অপেক্ষা করছি পটুয়াখালী থেকে ক্রাইমসিনের সদস্যদের কাজের জন্য। তাদের কাজ শেষ হলে, ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।