কুয়াকাটায় গোপন বৈঠক থেকে জামায়াত ইসলামের ১১ সদস্য আটক
পটুয়াখালীয়র কুয়াকাটায় গোপন বৈঠকের সময় উগ্রবাদী বই ও লিফলেট সহ জামায়াত ইসলামের ১১ সদস্যকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
২২ জুলাই শনিবার দুপুরে কুয়াকাটা নগরীর আবাসিক হোটেল আল হেরার ৩০৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক হয়। এসময় জামায়াত সদস্যদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আটকৃকত ব্যক্তিরা হলো ফরিদুল (৫৬), মোফাজ্জেল (৭৫),ফারুক (৫৭), আজিজুর রহমান (৩৮), হান্নান (৫০), আরিফ (২৪), জাহিদুল (৪৬), শফিকুল (৩৪), এনামুল (৩৭), হালিম হাওলাদার (৬৪) ও হারুনর রশিদ (৫৭)। তাদের সকলের বাড়ি ঝালকাঠী জেলার বিভিন্ন এলাকায়।
কলাপাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক জানান, এই সদস্যরা হোটেলে বসে বড় কর্মী সভা এবং নাশকতা করার জন্য গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাদের আটকের সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন