কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের তোরে নিখোঁজ এক জেলে
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে হঠাৎ উত্তাল ঢেউয়ের তোরে ট্রলার থেকে ছিটকে পড়ে মো. হাসান (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গোপসাগরের রামনাবাদ চ্যানেলের দক্ষিণের বয়া এলাকা থেকে ১৫ কিলোমিটার দূরে এই দূর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন দূর্ঘটনার শিকার ট্রলারের মালিক মো. বেল্লাল হোসেন কাজী।
নিখোঁজ জেলে হসান ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর আফজাল এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। এই জেলে মৎস্য বন্দর আলীপুরে এফবি তিমুল ফারজানা ট্রলারের (ইঞ্জিন চালক) হিসেবে কাজ করতেন।
জেলেরা জানান, গত ৫ দিন আগে মৎস্য বন্দর আলীপুর থেকে মাছ শিকারের উদ্দেশ্য বঙ্গোপসাগরে ১৪ জন জেলে নিয়ে বের হয় এফবি তিমুল ফারজানা নামক ট্রলারটি। এরপরে বঙ্গোপসাগরের বিভিন্নস্থানে মাছ শিকার করে তাঁরা। মঙ্গলবার কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে পৌছালে হঠাৎ সমুদ্র উত্তাল হলে ডেউয়ের আঘাতে ট্রলারের কিনারে বসে থাকা ওই জেলে সমুদ্রে পড়ে তলিয়ে যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, জেলে নিখোঁজ এর বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা ওই ডায়েরির অনুযায়ী কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহায়তায় নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন