কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: তদন্তে নেমেছে ৪ সদস্যের কমিটি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা তদন্ত করতে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন। কমিটিতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. মিজানুর রহমানকে প্রধান করা হয়েছে বলে জানান তিনি।
রবিবার রাত ১২টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে সাতজন নিহত এবং শতাধিক যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং তিনটি বগি লাইনচ্যুত হয়। এছাড়া সাতটি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। আর সকালে উদ্ধার করে কুলাউড়া স্টেশনে নেওয়া হয় পাঁচটি বগি।
খবর পেয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও পুলিশ সুপার শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন