কুড়িগ্রামের পুলিশ সদস্যদের ১ দিনের রেশন চরাঞ্চলে অসহায় মানুষের মাঝে বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/04/Kurigram-Pollice-Food-Distribution-News-Photo-01.04.2022.doc-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘সবাই মিলে ঐক্য গড়ি, সুখ-দুঃখ ভাগাভাগি করি’ জেলা পুলিশ কুড়িগ্রামের সকল পুলিশ সদস্যবৃন্দের ১ দিনের রেশন কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
আসন্ন রমজান উপলক্ষে পুলিশ সুপারের নিজস্ব উদ্যোগে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীবেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে ২০০জন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে প্রতিজনকে চাল, আটা, চিনি, ডাল, তেল বিতরণ করা হয়।
এ সময় পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদাই অসহায় মানুষের পাশে আছে। চরাঞ্চলে জুয়া ও মাদকের প্রবনতা অনেকটাই বেশী, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রুহুল আমীন,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস), জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সদর সার্কেল), জনাব মোঃ জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (ভুরুঙ্গামারী সার্কেল), জনাব মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, উলিপুর থানার অফিসার ইনচার্জ(উলিপুর) জনাব ইমতিয়াজ কবির, সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, সহ জেলা পুলিশ কুড়িগ্রামের অন্যান্য সদস্যবৃন্দ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন