কুড়িগ্রামের ভিডিপি সদস্যদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়

১৪ই মার্চ সোমবার সকাল সাড়ে ৯টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ৬ষ্ঠ ধাপ জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোঃ ইবনুল হক, কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রশিক্ষক ওবাইদুর রহমান, উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান।

২১দিন মেয়াদি ৬ষ্ঠ ধাপ প্রশিক্ষণ কোর্সটি ৭ মার্চ শুরু হয়। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৯০ জন পুরুষ সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।