কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ফেনসিডিল উদ্ধার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানা পুলিশ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের সীমান্তর্তী এলাকা মানিককাজি ঘাট পার থেকে ৬৬ বোতল ভারতীয় ফেনসিডিলের বোতল আটক করেছে।
এব্যাপারে জড়িত থাকার অভিযোগে শনিবার (৩১ ডিসেম্বর) রাতে ময়েজ উদ্দিন (৪৫) নামের ১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
সে মানিক কাজি গ্রামের মৃত আজেম উদ্দিনের পুত্র।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা মানিক কাজি গ্রামে একটি অটো রিক্সাযোগে ৬৬ বোতল ভারতীয় ফেনসিডিলের বোতল পাচারের সময় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অটোটি আটক করলে পাচাকারী ময়েজ উদ্দিন (৪৫) বোতল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।
পরে পুলিশ ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়েজ উদ্দিনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন