কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার নবাগত ওসির সাথে ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২১ জানুয়ারি ) সন্ধ্যা ৭ ঘটিকার সময় ওসির কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক (দৈনিক ইত্তেফাক, করতোয়া ও অবজারভার), সাধারন সম্পাদক এমদাদুল হক মন্টু(খোলাকাগজ ও যুগের আলো),যুগ্ন সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম (সম্পাদক ও প্রকাশক এশিয়ান বাংলা নিউজ, দৈনিক ভোরেরডাক ও প্রথম খবর), যুগ্ন সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন (দৈনিক নয়া দিগন্ত,আজকের পত্রিকা ও এশিয়ান এজ) কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খোকন(দৈনিক সংবাদ),প্রচার সম্পাদক রবিউল আলম লিটন (দৈনিক আলোকিত বাংলাদেশ) সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম(দৈনিক মুক্ত খবর),প্রভাষক মাঈদুল ইসলাম মুকুল(দৈনিক যায় যায় দিন ও মাইটিভি),আরমান আলী (দৈনিক যুগান্তর),প্রভাষক আজিজুল হক(দৈনিক দিনকাল ও সমাচার),প্রভাষক হারুনুর রশীদ প্রিন্স(দৈনিক মানবকন্ঠ),প্রভাষক মোখলেছুর রহমান (দৈনিক জনতা ও কালবেলা), মোঃ মনিরুজ্জামান (প্রতিদিনের সংবাদ,দৈনিক ভোরের দর্পন ও আওয়ারনিউজ২৪.কম), মনিরুজ্জামান মনির (দৈনিক আমার সংবাদ)।
এ সময় নবাগত ওসির নিকট মাদকদ্রব্য, চুরি ও বিভিন্ন পয়েন্টে ভাসমান পতিতাবৃত্তি নির্মুলে নিয়মিত অভিযান পরিচালনা করতে এবং নিয়মিত তথ্য প্রদানের আহবান জানান।
নবাগত ওসি নজরুল ইসলাম নিয়মিত অভিযান পরিচালনা ও মাদক নির্মুলে জিরো টলারেন্সসহ অপরাধমুলক কাজ নির্মুলে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন