১০টি মধ্যে ৬ পদেই নেই কর্মকর্তা-কর্মচারি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক শিক্ষার বেহাল অবস্থা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/IMG_20230216_152354-820x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক শিক্ষার বেহাল দশা বিরাজ করছে। উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে ১০ কর্মকর্তা ও কর্মচারির পদ থাকলেও রয়েছেন মাত্র ৪ জন। এতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় হযবরল অবস্থা বিরাজ করছে।
জানাগেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা অফিসার ছাড়াও ৪টি ক্লাস্টারে ৪ জন সহকারি উপজেলা শিক্ষা অফিসারের পদ থাকলেও দীর্ঘ দিন থেকে ২ জন সহকারি উপজেলা শিক্ষা অফিসারের পদ শুন্য রয়েছে। আবুল কালাম আজাদ নামে একজন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পারিবারিক মামলা থাকায় তিনি প্রায় ৬ মাস থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে জাকির হোসেন নামে একজন সহকারি উপজেলা শিক্ষা অফিসার দায়িত্ব পালন করছেন।
অপরদিকে, কর্মচারিদের ৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২জন। অফিস সহকারি, হিসাব সহকারি ও অফিস সহায়ক পদে দীর্ঘ দিন থেকে কোন কর্মচারি নেই। এর ফলে একদিকে যেমন অফিসিয়াল কাজ করতে আসা শিক্ষকরা ভোগান্তির শিকার হচ্ছে। অন্যদিকে কর্মকর্তা সংকটের কারনে নিয়মিতভাবে বিদ্যালয় গুলো পরিদর্শন সম্ভব হচ্ছেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, এ উপজেলায় ১২২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। একজন কর্মকর্তা দ্বারা গোটা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো নিয়মিত পরিদর্শন সম্ভব হচ্ছে না। এতে করে বিদ্যালয়ের লেখা পড়ার মানে কিছুটা ভাটা পড়ছে। অপরদিকে অফিসিয়াল কোন কাজ নিয়ে অফিসে আসলে জনবল সংকটের কারণে সামান্য কাজে সারা দিন চলে যায়।
এব্যাপারে প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগের উপ-পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম জানান, বিষয়টি আমরা অবগত হলাম। আগামী রোববার ঢাকায় মিটিং আছে। বিষয়টি ঐ মিটিংয়ে উত্থাপন করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরা হচ্ছে শীর্ঘ্রই জনবল সংকটের সমাধান হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন