কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/received_731480591689812-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্য মূল্যের ক্রমাগত উর্ধগতি এবং পাঠ্য পুস্তকে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখা।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জামতলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি শাহজাহান আলী বিএসসি, সেক্রেটারি জুলহাস উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি ওমর ফারুক, সেক্রেটারি এস এম নুরুন্নবী হোসাইন, মুজাহিদ কমিটির উপজেলা সভাপতি জুলহাস উদ্দিন আর্মি, এসএম মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা অবিলম্বে পাঠ্য পুস্তক থেকে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু প্রত্যাহার ও দ্রব্য মূল্যের লাগামহীন বৃদ্ধি ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহনে সরকারের প্রতি জোড় দাবী জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন