কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঝড়েপড়া শিক্ষার্থীদের জন্য ৭০টি শিখন কেন্দ্রের উদ্বোধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭০ টি শিখন কেন্দ্রের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। করোনার প্রভাবে প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া প্রায় ২ হাজার ১০০ শিক্ষার্থীকে শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে প্রাথমিকও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামে’র (পিইডিপি-৪) এর আওতায় এসব শিখন কেন্দ্র উদ্বোধন করা হয়।
রোববার (৩ জুন) সকালে উপজেলার জয়মনিরহাট উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সাইদুর রহমানের উপস্থিতিতে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।
এসময় উপজেলা প্রোগ্রামে ম্যানেজার আদনান মোর্শেদ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন