কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে ১ মাসের জেল ও জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক মাদক কারবারিকে ১ হাজার টাকা জরিমানা ও ১মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। আটককৃত ওই ব্যক্তির নাম হাফিজুর রহমান (৪৫)। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড়খাটামারী গ্রামের মৃত আব্বাছ আলীর পুত্র।
সোমবার (৪ঠা জুলাই) বিকালে উপজেলা কোয়ার্টারে প্রবেশ করলে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের দায়িত্বরত আনসার সদস্য এপিসি বেলাল হোসেনের নেতৃত্বে আনসার সদস্যরা তাকে সন্দেহবশত আটক করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে এক বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে ইউএনও দীপক কুমার দেব শর্মা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















