কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিখোঁজ, থানায় জিডি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল মাহমুদ হাওলাদারের নিখোঁজের অভিযোগ ওঠেছে। চঞ্চল মাহমুদকে খুঁজে না পাওয়ায় গভীর উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেছে তার পরিবার। সোমবার ভোর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে চঞ্চল মাহমুদ এর মা সেতারা বেওয়া ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করেছে।
থানায় করা জিডি সূত্রে জানাগেছে, সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে চঞ্চল মাহমুদ হাওলাদার বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোরে তার মা সেতারা বেগম ঘরের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করে দেখেন তার ছেলে ঘরে নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ৮টার দিকে ভূরুঙ্গামারী থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়রি করেন।
ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা এখনো থানায় অবস্থান করছি।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে। ডায়রী নং ৫৫১।
আমরা তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন