কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা ভিত্তিক ভালো শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এর আওতায় বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসুচি (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরন প্রকল্পের অধীনে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক ভালো শিখন সমুহ চিহ্নিত করন,সুচক নির্ধারণ এবং তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এউপলক্ষে ২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে ওয়াটার এইড বাংলাদেশের অর্থায়নে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব ও ইউপি সদস্যদের নিয়ে প্রকল্প কার্যক্রম অবহিত করণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল , ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, জাবেদ মন্ডল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, এমজেএসকেএস’র সেন্ট্রাল মনিটরিং অফিসার ভূদেব চন্দ্র রায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন