কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মৎস্য দপ্তরের পোনামাছ অবমুক্তি করণ
ভূরুঙ্গামারী উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ পুকুরে ২০২২-২৩ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় জলাভূমি,বষার্প্লাবিত ধানক্ষেত,প্লাবনভূমি,প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির এ পোনামাছ অবমুক্তি কার্যক্রম করা হয়। উপজেলার নিবার্চিত ১১টি জলাশয়ে বিভাজন করে প্রায় ৪২১ কেজি রুই,কাতল ও মৃগেল মাছেরপোনা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও দীপক কুমার দেব শর্মা, ইসমোতারা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কুড়িগ্রাম সদর,উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক,প্রাণীসম্পদ কর্মকতার্ শামীমা আক্তার,মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন