কুড়িগ্রামের রাজারহাটে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে ও রাজারহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় সিংগারডাবড়ীহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বিশেষ উদ্যোগ, ভিশন-২০৪১, সামপ্রদায়িকতা, গুজব, অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধেসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে উক্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। রাজারহাট উপজেলা নির্বাহি কর্মকর্তা নূরে তাসনিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রামের নবাগত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর ও একুশে পদক প্রাপ্ত এ্যাডঃ এস. এম আব্রাহাম লিংকন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস প্রামাণিক, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম ও অবিভাবক সদস্য নাজমুন নাহার ।

স্বাগত বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী। সমাবেশে বিপুল সংখ্যক স্কুল – কলেজের শিক্ষর্থীর মায়েরা উপস্থিত ছিলেন।