কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরে পিষ্ট হয়ে প্রাণ গেল হেলপারের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/10/Kurigram-Road-Accident-phpto-09.10.2021.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মতিয়ার রহমান (৪০) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে রৌমারী-ঢাকা মহাসড়কের ঝগড়ারচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টরের হেলপার মতিয়ার রহমান উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর এলাকার আছিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে টেকানি গ্রামের এনামুলের ছেলে নুরে জালালের ট্রাক্টর নিয়ে দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকার হলহলিয়া নদী থেকে বালু আনার উদ্দেশ্যে যান টেকানি গ্রামের জব্বার আলীর ছেলে ড্রাইভার আ. রহিম ও হেলপার মতিয়ার রহমান। এসময় ঝগড়ারচর নামক স্থানে ওই ট্রাক্টর থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এব্যাপারে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুহা. আরিফ হোসেন জানান, তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। অন্যত্র নেওয়ার আগেই তিনি মারা যান।
রৌমারী থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, এ ঘটনায় মামলা করবেন না বলে নিহতের বাবা থানায় লিখিত দিয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন