কুড়িগ্রামে অসহায় মানুষের মাঝে ছাত্রলীগের শাকসব্জি বিতরণ
কুড়িগ্রামে করোনাকালীন সময়ে কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামুল্যে শাকসব্জি বিতরন করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।
বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ২ শতাধিক মানুষের মাঝে এ মানবিক কার্যক্রমে বিভিন্ন প্রকার সব্জি ও শাক বিতরন করা হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাঈদ হাসান লোবান, যুব লীগের যুগ্ম আহবায়ক মুমিনুর রহমান মুমিন, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, সাবেক সহ সভাপতি ফিরোজশাহী, সোলায়মান গাদ্দাফি মহিলালীগের নেতৃবৃন্দসহ ছাত্রলীগের শতাধিক কর্মী।
ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান, শহরের বিভিন্ন পয়েন্টে আরো কয়েকদিন সবজি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন