কুড়িগ্রামে চাঞ্চল্যকর স্ত্রী হত্যার আসামীকে গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/1_20221201_160016_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে পারিবারিক কলহের জের ধরে সাহেরা বেগম (৩৫)কে নির্মমভাবে হত্যার ৬ ঘন্টার পর মুল আসামী স্বামী মোখলেসকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। অভিযুক্ত আসামীর ফাঁসির দাবিতে থানা চত্ত্বরে বিক্ষোভ করেছে নিহতের সন্তান ও গ্রামবাসী।
কুড়িগ্রাম সদর থানা পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে ঘটনার দিন স্ত্রী সাহেরা বেগমের সাথে স্বামী মোখলেস মিয়ার ঝগড়া বাঁধে। এরই এক পর্যায়ে স্বামী মোখলেস স্ত্রী সাহেরা বেগমের কানে স্বজোরে থাপ্পড় মারলে সে সজ্ঞাহীন হয়ে পড়ে। পরে উচ্চ শব্দে সাউন্ড বাজিয়ে গরু জবাই করা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করে পাষন্ড মোখলেস। স্ত্রী সাহেরার মৃত্যু নিশ্চিত হবার পর লেপ দিয়ে তার লাশ ঢেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায় ওই ঘাতক।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত ঘাতক মোখলেসকে জেলহাজতের নেয়ার পথিমধ্যে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। নিহতের সন্তান শামীম (১৭) বিক্ষোভ মিছিলের সম্মুখে এসে উত্তেজিত হয়ে পুলিশের গাড়ি আটকিয়ে মায়ের হত্যাকারীর ফাঁসি দাবি জানায়।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার জানান, আসামী জিজ্ঞাসাবাদে নিজ স্ত্রীকে হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি প্রদান করে। আরো কেউ এ হত্যাকান্ডে জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। এছাড়া আসামীকে জেলহাজতে প্রেরণ করার কথা নিশ্চিত করেন তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন