কুড়িগ্রামে ছাগলসহ দুই চোরকে আটক করলেন ওসি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/Kurigram-Goat-Thief-Arrest-photo-24.07.2021.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ধরলা ব্রিজের পূর্ব পাড়ে পুলিশ চেক পোস্টে দুই ছাগল চোরকে চুরি করা ছাগলসহ হাতেনাতে আটক করেছে কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম পৌরশহরের মরাকাটা এলাকার আব্দুল আজিজের ছেলে শাহাজাহান (২৮) ও আবুল মিয়ার ছেলে মামুন মিয়া (২৬)।
শনিবার (২৪ জুলাই) দুপুরে ধরলা ব্রিজ পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌর এলাকার মনোয়ার হোসেন নামের এক ব্যক্তির উপজেলা গেটের সামনে থেকে দিনে দুপুরে ১২ হাজার টাকা মূল্যের ছাগল চুরি হলে বিষয়টি তিনি তাৎক্ষণিক ভাবে সদর পুলিশকে জানান। এরই প্রেক্ষিতে পুলিশ শহরের বিভিন্ন চেক পোস্টে কঠোর নজরদারি রাখেন। পরে ধরলা ব্রিজ পূর্ব পাড়ে অটোরিকশা যোগে অজ্ঞাত দুই ব্যক্তি ছাগল নিয়ে গেলে পুলিশের সন্দেহ হলে তাদেরকে থামতে বলেন। পরে একজন অটোরিকশা থেকে নেমে ধরলা নদীতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এলাকারবাসীর সহযোগিতায় ওই চোরসহ দুজনকে আটক করে ওসি খান মোহাম্মদ শাহরিয়ার।
কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ধরলা ব্রিজ পূর্ব পাড় হতে ছাগল চোরকে ছাগলসহ হাতেনাতে আমরা আটক করেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন