কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন ও জীবন যাত্রার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন ও জীবন যাত্রার মানোন্নয়ননে- ক্ষুধামুক্তির লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রকল্পের অগ্রগতি শিখন ও অংশগ্রহন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম উপজেলা পরিষদ হলরুমে গুড নেইবারস বাংলাদেশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কুড়িগ্রাম, মুহাম্মদ রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন ডাব্লুএফপির প্রতিনিধি দিপিকা বিশ্বাস,ক্ষুধামুক্তির লক্ষে সক্ষমতা বৃদ্ধি (ব্রাজ )প্রকল্পের ফোকাল পার্সন আনন্দ দাস,জেলা বিপনন কর্মকর্তা শাহীন আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা,প্রাণী সম্পদ কর্মকর্তা,যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি,বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় ভিডিও স্লাইডের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম তুলে ধরা সহ আগামীদিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রামে বন্যার সময় ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে এবং বন্য পরবর্তী সময়ে ফসল উৎপাদনে কৃষককে নগদ অর্থ,বীজ সার ও পরামর্শ দিয়ে সহায়তা প্রদান করছে।তারা জেলার চরাঞ্চলে ক্ষুধামুক্তির লক্ষে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন