কুড়িগ্রামে ধর্ষণ ও জোড়া খুনের মামলার আসামিসহ ২জন গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/Kurigram-Arrest-News-Photo-27.05.2021-700x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসাযী গণধর্ষণ ও জোড়া খুন মামলার আসামি মফিজুল ইসলাম ওরফে মোকলেস ওরফে চেয়ারম্যান ও তার সহযোগি আবু তাহের মেজবাকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা, হিরোইন মাপের ডিজিটাল মেশিন পাওয়া যায়।
তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ খাঁন মোঃ শাহরিয়ার জানান, ‘বৃহস্পতিবার ভোররাতে আসামীদের কুড়িগ্রাম সদরের বেলগাছা পুর্বকল্যান এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামি মফিজুলের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় ৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়ানো এই আসামীকে গ্রেফতার করেন এসআই আমিনুল এসআই আহসান এএসআই মিল্টন, এএসআই নূর হোসেন।’
তিনি আরো জানান, ‘এরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা,ভয়ভীতি প্রদর্শন এমনকি ধর্ষণের মত অপরাধ করে পালিয়ে বেড়াচ্ছিল। এদের ধরতে বেশ কিছুদিন থেকে তৎপর ছিল পুলিশ।’
এছাড়াও আসামী মফিজুলের বিরুদ্ধে জোড়া খুনের মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন